Please wait...
  • +880 1814803406
  • +880 1814803406
This is logo

EIIN 105578

নোটিশ
জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে স্বাগতম

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে স্বাগতম

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ বৃহত্তর দাউদকান্দি অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। কলেজটি ধারাবাহিক ভাবে অত্র অঞ্চলের সেরা কলেজের স্বীকৃতি পেয়ে আসছে।

 

অবস্থান:কলেজটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১২ নং গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহীদনগর/দাউদকান্দি থেকে মাত্র ৬ কি.মি. দক্ষিনে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে কলেজটির অবস্থান

কলেজের ইতিহাস: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জুরানপুর গ্রামে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ অবস্থিত। অত্র কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা সংগঠক, ১৯৭১ এর বীর সেনানী মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়ার নিরলস প্রচেষ্টার মাধ্যমে ১৩৩ বিঘা নিজস্ব জমির উপর ৩৩ টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে তুলেছেন জুরানপুর আদর্শ কমপ্লেক্স। আর এই কমপ্লেক্সের এক নব সংযোজন হিসাবে ১৯৯৩ সারের ২১ ফেব্রুয়ারীর এক মাহেন্দ্রক্ষণে প্রতিষ্ঠত হয় জুরানপুর আদর্শ কলেজ। পরবর্তীতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ হতে ডিগ্রি কোর্স চালু করে নূতনভাবে জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ নামকরণ করা হয়। শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতায় ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালু করে নামরকণ করা হয় জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। ইতিমধ্যে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন ও দুইটি নির্মাণাধীন রয়েছে। উল্লেখ্য যে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্র কলেজটি বোর্ড/বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কুমিল্লা তথা সারা বাংলাদেশে সফলতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আবাসিক সুবিধা: জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে ৬টি আবাসিক হোস্টেল রয়েছে। এগুলো হাউজ নামে পরিচিত। ছেলেদের জন্য ৪টি ও মেয়েদের জন্য ২টি হাউজ রয়েছে। প্রত্যেকটি হাউজেই একজন করে সুপার ও হাউজ টিউটর রয়েছে। আবাসিক শিক্ষার্থীরা হাউজের কঠোর নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে বাধ্য থাকে। হাউজগুলোতে ধুমপান, রাজনৈতিক চর্চা ও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রত্যেকটি হাউজেই আলাদা নামাজের কক্ষ, টিভি কক্ষ ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।